বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে স্বর্ণের চোরাচালানটি আটক করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, প্রশাসনের কঠোর নজরদারির পরও কোনভাবে স্বর্ণ পাচার আটকানা যাচ্ছে না।