যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বেনাপোল থেকে একটি ওয়ানসুট্যারসহ আব্দুল্লাহ খান ওরফে মানিক (২১) নামে এক যুবককে আটক করেছে। মানিক বড় আচড়া টার্মিনাল পাড়ার আব্দুর রউফের ছেলে।
র্যাব জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে বেনাপোল হাইস্কুল মাঠের পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করতে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে মানিককে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ানস্যুটারগান উদ্ধার করা হয়। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।