যশোর অফিস : যশোরের বেনাপোল বড় আঁচড়া গ্রামের ৩৫ নম্বর সেট এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর র্যাব-৬ এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ২৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬ এর সদস্যরা ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের উত্তর পাশের পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ককটেলগুলি বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বোমা উদ্ধারের ঘটনা সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, যশোর র্যাব-৬ ক্যাম্পের সদস্য বোমাগুলো থানায় জমা দিয়ে গেছে। এর আগে দুই দফায় ৪১টি বোমা উদ্ধার করেছে বেনাপোল এলাকা থেকে এবং আজ আরো ২৫টি বোমা উদ্ধার করা হলো।