যশোর প্রতিনিধি : যশোর বেনাপোল সীমান্তবর্তী পদ্মবিলা নামক স্থানের ধানক্ষেত থেকে সজীব গাজী (২৬) নামে এক ইজিবাইক চলাকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (১৮ অক্টোবর) ভোরে বেনাপোল ইউনিয়নের পদ্মবিলা নামক বিলে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
নিহত সজীব গাজী বেনাপোল পোর্টা থানার উত্তর গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোর ৬টার দিকে স্থানীয় লোকজন পদ্মবিলা বিলের মধ্যে গলাকাটা লাশটি দেখতে পায়, এ সময় রাস্তায় উপর রক্তা একজোড়া জুতা পড়ে ছিল।
নিহতের স্বজনদের দাবি, সজীব গাজী গতকাল রাতে আর বাসায় ফেরেনি। ভোরে ছিনতাইকারীরা ইজিবাইক ছিনতাই করার সময় গলাকেটে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া সাংবাদিকদের বলেন, উত্তর গয়ড়া থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে হত্যাকান্ডটি হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
বেনাপোল সীমান্তে গলাকাটা লাশ উদ্ধার
Leave a comment