
ক্রীড়া প্রতিবেদক : সুপার চারে উঠতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না গল টাইটান্সের। এমন ম্যাচে বল-ব্যাট হাতে সাকিব যেন আরও দুর্দান্ত। তার অলরাউন্ডার নৈপুণ্যে কলম্বোকে ৮ উইকেটে হারিয়ে সেরা দুইয়ে উঠে এসেছে গলে। তবে সাকিবের উজ্জ্বলের দিনে ব্যর্থ লিটন। তিনে নেমে ৪ বলে ১ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই উইকেটরক্ষক।
আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় কলম্বো। তাদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল উদারা, নিপুন ধনাঞ্জয়া, ফার্নান্দো এবং মোহাম্মদ নওয়াজ। গলের হয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। এছাড়া সেকুগে প্রসন্ন তিনটি এবং সাকিব একটি উইকেট নিয়েছেন।
৭৫ রানের তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি গল। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ইফতিখার আহমেদের ফুল লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে মিড অন দিয়ে খেলতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকশে। বলের লাইন মিস করলে বাঁহাতি এই ব্যাটারকে সহজেই স্টাম্পিং করেন লাহিরু উদারা।
ফলে ৬ রান করে ফিরে যেতে হয় রাজাপাকশেকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি এদিন এলপিএল অভিষেক হওয়া লিটন। জেফ্রি ভ্যানডারসের বলে বেরিয়ে এসে লং অফ দিয়ে উড়িয়ে মেরেছিলেন তিনি। খানিকটা দৌড়ে এসে দারুণ এক ক্যাচ লুফে নেন নুয়ান্দো ফার্নান্দো। নিজের অভিষেক তাই মাত্র ১ রান করেই ফিরতে হয় লিটনকে।
তবে শুরুর দিক উইকেটে হারিয়ে চাপে থাকা গলের বিপদ মুক্ত করেন টাইগার অলরাউন্ডার সাকিব। চারে নেমে লাসিথ ক্রসপুলের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন সাকিব। যেখানে ১৫ বল খেলে দুটি চার মেরে অপরাজিত ১৭ রান করেছেন তিনি। ওপেনিংয়ে নামা ক্রসপুল ২৫ বলে অপরাজিত ৪২ রান করেছেন। এতেই জয়ের বন্দরে চলে যায় লিটন-সাকিবের গলে।