নুরুল হাসান লিটু: এবারের বিপিএলের প্লেঅফ এর তিনটি ও ফাইনাল ম্যাচ সহ আর মাত্র ১৪ টি ম্যাচ বাকি। এখন পর্যন্ত ব্যাটিং বোলিংয়ে বাংলাদেশের বোলাররা এবং ব্যাটসম্যানরা এগিয়ে আছে। সেরা দশের মধ্যে বাংলাদেশের ব্যাটিং ৫জন এবং বোলিংয়ে সাতজন আছে। ব্যাটিংয়ের শীর্ষে আছেন তানজিদ হাসান তামিম আর বোলিংয়ে আছেন তাসকিন আহমেদ।বাংলাদেশ প্রিমিয়ার লীগ একাদশ আসরের ৪৬ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৩২টি ম্যাচ। ঢাকা, সিলেট হয়ে চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। এখন আবার বিপিএল ফিরবে ঢাকায়। এখানেই শেষ হবে একাদশ আসরের।
বিপিএলের তৃতীয় পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলেছে। চট্টগ্রাম পর্বে প্রথমবারের মতো হারের স্বাদ পাওয়া রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। এরপরের দুটি স্থান চিটাগং ও খুলনার। ঢাকা সিলেট ও চট্টগ্রাম পর্বের ৩২ টি ম্যাচ শেষে এখনো ব্যাটিং বোলিংয়ে শীর্ষ স্থান দখল করে আছে বাংলাদেশের খেলোয়াররা ।ব্যাটিংয়ে আছেন তানজিদ হাসান তানিম বোলিং এ আছেন তাসকিন আহমেদ।
এদিকে চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের ৩ জনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৭ জন। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের চারজন বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে ৭ জন বাংলাদেশি।
ব্যাটিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা
তানজিদ হাসান তামিম (ঢাকা ক্যাপিটালস), ১০ ম্যাচ ৪২০ রান, সর্বোচ্চ ১০৮ রান।
এনামুল হক বিজয় (দুর্বার রাজশাহী), ১০ ম্যাচ ৩৭৯ রান, সর্বোচ্চ অপরাজিত ১০০ রান।
লিটন দাস (ঢাকা ক্যাপিটালস), ৯ ম্যাচ ৩৪৮ রান, সর্বোচ্চ অপরাজিত ১২৫ রান।
জাকির হাসান (সিলেট স্ট্রাইকার্স), ৯ ম্যাচ ৩৪২ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৫ রান।
গ্রাহাম ক্লার্ক (চিটাগং কিংস), ৮ ম্যাচ ৩৩৫ রান, সর্বোচ্চ ১০১ রান।
বোলিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা
তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), ১০ ম্যাচ ২২ উইকেট, সেরা বোলিং ৭/১৯।
আকিফ জাভেদ (রংপুর রাইডার্স), ৭ ম্যাচ ১৫ উইকেট, সেরা বোলিং ৪/৩২।
আবু হায়দার রনি (খুলনা টাইগার্স), ৮ ম্যাচ ১৫ উইকেট, সেরা বোলিং ৪/৪৪।
খুশদিল শাহ (রংপুর রাইডার্স), ৯ ম্যাচ ১৪ উইকেট, সেরা বোলিং ৩/১৮।
আলিস আল ইসলাম (চিটাগাং কিংস), ৮ ম্যাচ ১২ উইকেট, সেরা বোলিং ৩/১৭।
আগামী কাল থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় ও শেষ পর্ব। এদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫ ও ৭ মার্চ।
ব্যাটিং তানজিদ বোলিং তাসকিন এগিয়ে

Leave a comment