বিজ্ঞপ্তি : ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যাগে খুলনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিকরণ’ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাইড খুলনা সেন্টারের এমপ্লমেন্ট অফিসার মো: আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত নারী ও প্রতিবন্ধী ব্যাক্তিদের অন্তর্ভুক্তকরন সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক খান মোতাহার হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস, তাসলিমা আক্তার, মোস্তাফিজুর রহমান। পরিচালনা করেন শিলা আক্তার।
জেলা সমাজ সেবার উপ পরিচালক খান মোতাহার হোসেন বলেন, ব্র্যাক বর্তমানে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারি এবং বিশ্বের এক নম্বর উন্নয়নমূলক দাতব্য সংস্থা। নারী ও প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে ব্র্যাক। যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে তারা আজকের অবস্থানে এসেছে। এছাড়াও তিনি প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার সুরক্ষা আইনের বিভিন্ন ধারা তুলে ধরে সে সাম্পর্কে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো: বাবুল হোসেন, সঞ্জয় ব্যানার্জী, আবুল কালাম আজাদ, মো: বারিকুল ইসলাম, আসাদুজ্জামান, মো: আল আমিন, মো: মেহেদী হাসান, মো: নয়ন মাহমুদ, পারভীন আক্তা, আবদুল্লাহ আল মামুন, ইসমাইল হোসেন।
এছাড়াও টিভিইটি স্পেশালিষ্ট, ওপিডি সদস্য, অভিভাবক, গ্র্যাজুয়েট লার্নারসহ প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।