ক্রীড়া প্রতিবেদক : চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এবার বিশ্বকাপে হারের জন্য পাকিস্তান অতিরিক্ত চাপে আছে বলে প্রতীয়মান হচ্ছে। এজন্য তারা এর মূল্যও দিয়েছে চরমভাবে। পাকিস্তান উইলোবাজ সৌদ শাকিল এমনটাই বলেছেন, যিনি বুধবার এই আসরে নিজ দলের উৎসাহী সমর্থকদের অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন।
আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে শনিবার পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করেছিল, যেখানে মাত্র গুটিকয়েক পাকিস্তানি সমর্থক ছিল। বাবর আজমের দল ২/১৫৫ থেকে ৩০তম ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচ প্রসঙ্গে শাকিল বলেন, আমি মনে করি আমরা অতিরিক্ত চাপের মধ্যে ছিলাম, তাই আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম।
ম্যাচে পাকিস্তানি সমর্থকরা ছিল মূলত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। ভিসা পেতে ব্যর্থ হওয়ার পরে সীমান্তের ওপার থেকে আসা পাকিস্তানী সমর্থকদের কার্যকরভাবে নিষিদ্ধ করা হয় ভারতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার ভিসা বিলম্বের জন্য ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। শুধু পাকিস্তানী সমর্থকই নয়, পাকিস্তানী সাংবাদিকদেরও ভিসা দেয়া হয়নি, তাদের নিজে দেশের ঘরেই থাকতে হয়।
পিসিবি আহমেদাবাদে অনুষ্ঠিত খেলায় পাকিস্তান দলের প্রতি ভারতীয় সমর্থকদের অনুপযুক্ত আচরণ বলে বর্ণনা করেছে বলেও অভিযোগ করেছে।