
ডেস্ক রিপোর্ট : ভবদহের অতিরিক্ত পানিতে ভেসে গেছে যশোরের মনিরামপুর উপজেলার ছয়টি গ্রাম। মৎস্য ঘেরের বেড়িবাঁধ ভেঙে দেড় হাজার বিঘার বেশি কৃষিজমি ও বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। এতে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভবদহ এলাকার সুজাতপুর পল্লীমঙ্গল মৎস্য ঘেরের দক্ষিণ পাশের বেড়িবাঁধ অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়ে।
এলাকাবাসী জানান, বোরো আবাদ নিশ্চিত করতে এক মাস ধরে ৪০টির বেশি সেচযন্ত্রে পানি নিষ্কাশনের ফলে ঘেরের পানির চাপ বেড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মনিরামপুর উপজেলার সুজাতপুর, হাটগাছা ও কুলটিয়া এবং অভয়নগর উপজেলার মশিয়াহাটী, বেদভিটা ও বলারাবাদ গ্রাম প্লাবিত হয়। অনেক বাড়ির আঙিনা, পুকুর, মৎস্য ঘের ও সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সদ্য তৈরি করা বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
কুলটিয়া গ্রামের ঘের মালিক স্বপন রায় ও তপন রায় জানান, বেড়িবাঁধ ভেঙে শত শত বিঘার মাছ ভেসে গিয়ে তাদের বড় আর্থিক ক্ষতি হয়েছে।
পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা অনিল বিশ্বাস বলেন, ‘দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষক-মৎস্যচাষিদের জরুরি সহায়তা না দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।’
এদিকে আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেন।

