বিজ্ঞপ্তি : ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা ৯নং ওয়ার্ডের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ভবনা দক্ষিণপাড়া যুব ও সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল (২৮শে ডিসেম্বর) শনিবার,বাদ মাগরিব ভবনা দক্ষিণপাড়া শাহজাহান দোকানের মোড়ে সংগঠনের সভাপতি মাওঃ মুহাঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে মাওঃ ফজলুর রহমান বলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল (রাঃ) ছিলেন তরুন। হযরত ইবরাহিম আঃ যখন মুর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পাষণ্ড নমরুদের তৈরীকৃত আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, তখনও তিনি ছিলেন তরুন। সুতরাং পৃথিবীর শুরু থেকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তরুনরাই শত বাধা উপেক্ষা করে, সংগ্রাম করে শোষণ নিপীড়ন মুক্ত আদর্শ সমাজ গঠনে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন যুবকরাই দেশ ও জাতির প্রাণ। সমাজের গৌরব। আর এ যুব সমাজ যখন অন্ধকারের দিকে পা বাড়ায়, তখন তা জাতির জন্য ভয়ংকর রূপধারণ করে। সমাজে নেমে আসে চরম
বিপর্যয়। তাই দেশ ও জাতির কল্যানে আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে যুব সমাজকে অন্ধকারের পথ থেকে বের করে এনে, সমাজের কল্যাণে অসহায়, আর্তপীড়িত মানুষের পাশে দাড় করানোর লক্ষ্যে একজন নবীন আহবায়ক, ভবনার কৃতিসন্তান,বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মুজাহিদুর রহমান ফারাজী ২০১১ইং সালে একাধিক লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে ভবনা গ্রামের একদল তরুনদের নিয়ে গঠন করে ভবনা দক্ষিনপাড়া যুব ও সমাজ কল্যাণ পরিষদ। যেটি বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছে। তিনি সকলকে দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে স্বেচ্ছাসেবী সদস্য হয়ে সংগঠনের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জয়নাল শেখ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহীন শেখ, মোঃ মুস্তাকিম শেখ, মোঃ আজগার আলী, মোঃ সুলাইমান, ডাঃ মোঃ তরিকুল ইসলাম, মোঃ ফেরদাউস,মোঃ ফাহাদ শেখ,মোঃ হানিফ শেখ, মোঃ আলী হোসেন, মোঃ সুবহান (শিফান), মোঃ মাসুদ শেখ,মোঃ নাহিদ শেখসহ প্রমুখ সদস্যবৃন্দ।