জন্মভূমি ডেস্ক : বলিউড ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। ‘ছাইয়া ছাইয়া’ গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসের পরিচয় দিতে থাকে। সর্বদাই শিরোনামে থাকা অভিনেত্রী এবার অন্য কারণে চর্চায় উঠে এলেন।
বুধবার (৯ আগস্ট) রাতে বাইরে বেরিয়েছিলেন মালাইকা। অভিনেত্রীকে হলুদ রঙের শর্টস এবং ফুল হাতা ম্যাচিং শার্ট পরে দেখা গেছে। আচমকাই ভয়ে দৌঁড়াতে শুরু করেন তিনি। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বাইরে বৃষ্টির মধ্যে ছাতা হাতে বেরিয়েছিলেন মালাইকা। তাকে দেখেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। তা দেখেই আচমকাই ভয় পেয়ে যান অভিনেত্রী। নিজের গাড়ির দিকে দৌড়াতে শুরু করেন।
বয়স প্রায় ৫০-এর কোটায় থাকা মালাইকা লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা ভালো করেই জানেন তিনি। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে সম্প্রতি গুরু রানধাওয়ার সঙ্গে ‘তেরা কি খেয়াল’ মিউজিক ভিডিওতে নজর কেড়েছেন।