যশোর অফিস : যশোরে ভরণ-পোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার পিতা। মঙ্গলবার যশোর সদরের বেড়বাড়ি গ্রামের ইসহাক মোড়ল এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি ছেলে লোকমান মোড়ল বর্তমানে কৃষ্ণবাটি গ্রামে বসবাস করেন।
মামলার অভিযোগে জানা গেছে, লোকমান মোড়লের মা তার পিতা ইসহাক মোড়লকে তালাক দিয়ে চলে গেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তাকে দেখা শুনা করার মত একমাত্র ছেলে লোকমান ছাড়া আর কেউ নেই। এর আগে তিনি অসুস্থ্য হলে লোকমান তার পিতার সব সম্পত্তি নিজের নামে লিখে নেন। শর্ত ছিল বাবার মৃত্যুর আগপর্যন্ত লোকমান বাবার ভোরণ-পোষনের দায়িত্ব নিবেন । গত ১ মার্চ দুপুর ছেলে লোকমানের বাড়িতে দুপুরের খাবার খেতে গেলে সে জানায় তাকে আর খাবার দিতে পারবেনা। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে পিতাকে লোকমান বাড়ি থেকে গালিগালাজ ও মারপিট করে তাড়িয়ে দেন। এরপর থেকে লোকমান তার পিতার খোঁজখবর নেয়নি। নিরুপায় হয়ে তিনি ভোরণ-পোষনের দাবিতে আদালতে এ মামলা করেছেন।