ক্রীড়া প্রতিবেদক : বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে পার্থে বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে শুরু থেকেই ফেভারিট থাকায় প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার চমকে দিয়েছিল সমর্থকদের। পার্থের সেই হারের পর দ্বিতীয় ম্যাচ দিয়েই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে তিন দিনেই সফরকারীদের পরাজিত করেছে প্যাট কামিন্সের দল। রোহিত শর্মাদের দেয়া ১৯ রানের লক্ষ্য পেরিয়ে ১০ উইকেটের বড়ে ব্যবধানে জিতেছে অজিরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে অজিরা।
অ্যাডিলেডে দিবারাত্রির এই টেস্ট ব্যাট-বল দুই বিভাগেই আধিপত্য করে জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৮০ রানেই অল আউট করে স্বাগতিকরা। এরপর প্রথম ইনিংসে অজিরা ৩৩৭ রানে অল আউট হলে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে ভারত। তবে দ্বিতীয় ইনিংসেও রোহিত শর্মারা ব্যাট হাতে সুবিধা করে ওঠতে পারেননি। প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ বিধ্বস্ত করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসে তোপ দেগেছেন অধিনায়ক কামিন্স, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্টার্ক এবং স্কট বোল্যান্ড। কামিন্স একাই নিয়েছেন ৫ উইকেট, স্টার্ক ২টি এবং বোল্যান্ড পেয়েছেন ৩ উইকেট। অজি পেসারদের তোপে ভারত দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অল আউট হলে অজিদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। ১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজিদের দুই ওপেনার মাত্র ২০ বল খেলেই জয়ের বন্দরে ভিড়ে যায়। দিবারাত্রির এই টেস্ট শেষ হয়েছে তিন দিনেরও কম সময়ে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই শেষ হয়েছে এই ম্যাচ।
ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের বড় জয়
Leave a comment