যশোর প্রতিনিধি : ঠাকুরগাঁহ সীমান্তে বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও জয়ন্ত সিংহ নামে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, স্বাধীনতার পর আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখেছি। কিন্তু ভারত বাংলাদেশকে কখনো বন্ধু ভাবিনি। তারা নিয়মিত সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করছে। এজন্য সীমান্তে হত্যা বন্ধে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অলোক কুমার ঘোষ, বিষ্ণুপদ সাহা, অসিম কুমার মন্ডল, সুদিপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু. জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ প্রমুখ।