আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের জোশিমঠ শহরে জমি ধসে পড়ার আশঙ্কার মধ্যে আলিগড়ের কানওয়ারিগঞ্জ এলাকায় হঠাৎ করে কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ সময় স্থানীয় লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। সেখানকার প্রশাসন বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। কানওয়ারিগঞ্জ এলাকার স্থানীয় এক নাগরিক শশী বলেন, গত বেশ কিছু দিন ধরে আমাদের কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে, যার কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা এ বিষয়ে অভিযোগও করেছি কিন্তু পৌর কর্পোরেশন কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে না এবং শুধু আশ্বাস দিচ্ছে। আমরা ভয় পাচ্ছি যে বাড়িগুলো ভেঙ্গে পড়তে পারে। স্থানীয় জনগণের মতে, সরকার স্মার্ট সিটি প্রকল্পের অধীনে একটি পাইপলাইন স্থাপন করেছিল। ওই পাইপলাইনটি এখন ফুটো হয়ে তরল পদার্থ বের হচ্ছে এবং স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন সৃষ্টি করছে। এসব কারণে এখানকার মাটিতে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। স্থানীয় নাগরিক আফশা মাশরুর বলেন, ৩-৪ দিন হয়ে গেছে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো সহায়তা দেওয়া হয়নি। আমরা আতঙ্কের মধ্যে আছি। এদিকে স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার রাকেশ কুমার যাদব বিষয়টি বিবেচনায় নিয়েছেন এবং বলেছেন যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, আমরা এইমাত্র তথ্য পেয়েছি যে কানওয়ারীগঞ্জ এলাকায় কিছু বাড়িতে ফাটল রয়েছে। বিষয়টি এখনও পুরোপুরি নজরে আসেনি। আমরা এখন আমাদের দলকে ঘটনাস্থলে পাঠাব এবং পৌর কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।