ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইংল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে আছে তালিকার একেবারে তলানীতে। বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে ওঠার আশাও কার্যত শেষ। ইংলিশদের এখন তাই নিজেদের মর্যাদা রক্ষার লড়াই। সে লক্ষ্যে আজ এবারের আসরে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারতের বিপক্ষে মাঠে নামছে থ্রী লায়ন্সরা। লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
বিশ্বকাপে এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচই জিতেছে ভারত। সবগুলো ম্যাচেই রান তাড়া করে সফল হয়েছে ভারতীয় দল। তাই আগে ব্যাট করে নিজেদের একটু পরখ করে দেখার কথা আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন লোকেশ রাহুল। অবশেষে সে সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। টসে জিতে আজ ভারতকে আগে ব্যাটিংয়েই পাঠিয়েছেন বাটলার। আসর জুড়েই অসহায় অবস্থায় থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।
এদিকে সেমিফাইনালের হিসাব-নিকাশে না গিয়ে বাকি টুর্নামেন্ট নিজেদের সম্মান রক্ষার জন্য খেলার কথা জানিয়েছিলেন ইংলিশ কোচ ম্যাথু মট। আর নিজেদের মর্যাদা রক্ষার লড়াইয়ে আজ ইংলিশরাও মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ:
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, রিস টপলি