ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবরের ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। এরপর থেকেই ভারতের বিপক্ষে খেলা নিয়ে সংশয় সাকিবের।
সাকিবের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য শোনা গেলেও এবার এবিষয়ে মুখ খুললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। গতকাল তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’