ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা মডেল একাডেমী দ্বি-বার্ষিক বই মেলা ও আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিঠা উৎসব উদ্বোধন করেন। বুধবার একাডেমী চত্বরে উদ্বোধনের মাধ্যমে মেলার শুভ সূচনা শুরু হয়।
দ্বি-বার্ষিক বই মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা আল হেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা অফিসার মেজর সোহেল রানা মিলন পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, হেলাল মজুমদার, শাহ জামাল, ডা: কামরুল ইসলাম মনা, ওলিউল ইসলাম ওলি, বুলবুল আহমেদ, ফিরোজ আহমেদ, মাহমুদুল হাসান চন্দন, মোহন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
বাহারি পিঠা আর মনোমুগ্ধকর আয়োজন মিলে দিনটি হয়ে উঠল উৎসব মুখর। বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে। পিঠার স্বাদে, আড্ডায় আর আনন্দে ক্যাম্পাস যেন হয়ে উঠে মিলনমেলায়।
ভেড়ামারায় বই মেলা ও পিঠা উৎসব উদ্বোধন

Leave a comment