
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় মারকাজুত তাহফিজ মধ্যবাজার মাদ্রাসায় মঙ্গলবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। মাদ্রাসার একাধিক বিভাগের মধ্যে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও সাবেক ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। বক্তব্য রাখেন, ভেড়ামারা মধ্যবাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নকিকুল হাসান নকিব, ভেড়ামারা মারকাজুত তাহফিজ মধ্যবাজার মাদ্রাসার মুহতারিম আব্দুল মুমিন, ডা: মাহবুব হাসান, আনোয়ার ইসলাম বাবু, ভেড়ামারা সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান বিদ্যুৎ, ওয়াসিফ রউফ, ভেড়ামারা মারকাজুত তাহফিজ মধ্যবাজার মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক, মারুফ হাসান ও আব্দুল আলিম প্রমুখ।

