ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বুধবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দেয়ালিকা প্রকাশ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহা: খলিল উল্লাহ। বক্তব্য রাাখেন, ভেড়ামারা সরকারি কলেজের সহকারি অধ্যপক মনোয়ার হোসেন, কামরুজ্জামান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক এস.এম গোলাম ফিরোজ, প্রভাষক আনিছুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেছেন প্রভাষক এমদাদুল হক। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেন।