
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার যাত্রী ছাউনি এলাকায় শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী ২জন তরুণ নিহত হয়েছে। অপর দিকে শনিবার সকালে ভেড়ামারা পৌরসভার সামনে ঢাকা-গামী এসবি সুপার ডিলাক্স এসি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। মিরপুরের বিজনগর এলকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন (১৭) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশীদ (১৮) ২জন তরুন নিহত হয়েছে। ঘাতক মিনি ট্রাকটি ( ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ যাত্রী ছাউনি এলাকায় মোটর সাইকেল ও মিনি ট্রাকের (রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি) মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটর সাইকেলে থাকা গুরুতর আহত তরুন সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮) কে স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিনি ট্রাক ও মোটর সাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে নেয়।
অপর দিকে ভেড়ামারা পৌরসভার সামনে ঢাকা-গামী এসবি সুপার ডিলাক্স এসি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ১জন ও হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

