ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক মো: আসলাম উদ্দীন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।
ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আনোয়ার হোসেন রর, কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মাহাবুব হাসান ও ক্রীড়া সম্পাদক পদে ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল।
ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা অধ্যক্ষ ও সভাপতি প্রফেসর মো: আব্দুস সাত্তার এর সাথে সাক্ষাত করেন। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন
Leave a comment