
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ভোমরা স্থল বন্দরে অগ্নি নির্বাপনসহ দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিওপির দায়িত্বাধীন ভোমরা স্থল বন্দরে অত্র ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি, কাস্টমস, সিএন্ডএফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্থল বন্দরের সকল সংস্থার অংশগ্রহণে অগ্নি নির্বাপন মহড়ার অনুশীলন অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক উপস্থিত ছিলেন। সাম্প্রতিককালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা বিজিবির উদ্যোগে স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় ও অংশীজনদের অংশগ্রহনের মাধ্যমে বিষয়োক্ত মহড়ার আয়োজন করা হয়। বিজিবির প্রশিক্ষিত সদস্য দ্বারা স্থল বন্দরে কর্মরত সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির যোগানের মাধ্যমে উক্ত মহড়া পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোমরা স্থল বন্দরে অগ্নি নির্বাপন মহড়ার মাধ্যমে স্থল বন্দরের মত একটি গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত সকল সংস্থার সদস্যগণ অগ্নি নির্বাপনী সরঞ্জামাদি ব্যবহার এবং অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করে। যার ফলে স্থল বন্দরসহ আশপাশের এলাকায় অগ্নিকান্ডের ঝুঁকি হ্রাস করা এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হলেও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং ক্ষেত্র বিশেষে শুরুতেই অগ্নিকান্ড নির্বাপনের মত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে।

