
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার বিতর্কীত সৌদি প্রবাসী হাসপাতালের মালিক মনিরসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত মঠবাড়িয়া চৌকিতে রোববার মামলাটি দায়ের করেছেন সৌদি প্রবাসী হাসপাতালে সিজারিয়ান অপারেশন করে মৃত্যু পথযাত্রী নারী আসমা বেগমের ছেলে কলেজ ছাত্র মো: ফোরকান। মামলায় সৌদি প্রবাসী হাসপাতালেরে মালিক মনির সহ এজাহার নামীয় ৩জন ও অজ্ঞাতনামা আরো ২/৩জন নারী নার্সকে আসামী করা হয়েছে । বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে দাখিলী দরখাস্তখানা এজাহার হিসেবে গন্য করে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবি এডভোকেট নিজাম উদ্দিন জাকির-সোমবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূল অপারেশনের স্বীকার ওই নারীর জীবন বিপন্ন। মৃত্যুপথযাত্রী গুরুতর অসুস্থ্য হতদরিদ্র ওই গৃহবধূ গত তিনমাস ধরে বিভিন্ন হাসপাতালে অপারেশনসহ চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। আদেশের কপি পেলে প্রক্রিয়া শেষে আসামীদের গ্রেফতার করা হবে ।

