মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী গ্রামের মাসুম জমাদ্দার নামে এক ব্যবসায়ির রোপনকৃত সুপারি গাছের চারা ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে হুমায়ূন কবির জমাদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ি মাসুম জমাদ্দার বুধবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, তুষখালী গ্রামের মোফাচ্ছের আলী জমাদ্দারের পুত্র মোঃ হুমায়ুন কবির জমাদ্দার ব্যবসায়ি মাসুম জমাদ্দারের বসত বাড়ির মধ্য থেকে আধা শতাংশ জমি পাইবে বলে দাবী করে আসছিল। উক্ত জমি বাবদ হুমায়ূন জমাদ্দার ব্যবসায়ি মাসুমের কাছে দুই লাখ টাকাও দাবী করেন। কিন্তু এতে মাসুম জমাদ্দার রাজী না হওয়ায় হুমায়ূন জমাদ্দার ক্ষিপ্ত হয়ে তার রোপনকৃত সুপারি গাছের চারা ও বসত বাড়ির সম্মুখের সাইনবোর্ড তুলে ফেলা সহ ব্যাপক ক্ষতি সাধন করেছেন।
ব্যবসায়ির বড় ভাই মজনু জমাদ্দার জানান, আমাদের পৈত্রিক ভোগদখলীয় জমির মধ্য থেকে হুমায়ূন জমাদ্দার আধা শতাংশ জমি দাবী করে আসছে। কিছু দিন ধরে এনিয়ে তিনি আমাদের বিভিন্ন ভাবে তিনি হয়রানী করে আসছেন।
তবে হুমায়ূন কবির জমাদ্দার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার দাবীকৃত জমির মধ্যে মাসুমদের কোন স্বত্ব নেই।
মঠবাড়িয়ায় গাছ ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলার অভিযোগ
Leave a comment