
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় নজরুল ইসলাম তালুকদার নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এঘটনায় বৃদ্ধ নজরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বৃদ্ধ নজরুল ইসলাম উপজেলার উত্তর গুলিসাখালী গ্রামের মৃত আঃ খালেক তালুকদারের পুত্র।
বৃদ্ধ নজরুল ইসলাম জানান, তার স্ত্রী এক বছর পূর্বে মারা যায়। স্ত্রীর কবরস্থানটি অরক্ষিত থাকায় শনিবার কবরস্থানের চারপাশে বেড়া দেওয়ার জন্য যান। এ সময় তার ছোট পুত্র সাইফুল ইসলাম সবুজ কবরস্থান সংলগ্ন জমি তার ব্যক্তিগত কাজে লাগবে বলে জানিয়ে বেড়া দিতে বাধাঁ প্রদান করেন। এক পর্যায়ে সাইফুল ইসলাম সবুজ নজরুল ইসলামকে মারধর শুরু করেন। তিনি আরো জানান, এসময় খবর পেয়ে তার বড় পুত্র মাইনুল ইসলাম মুইনের ছেলে অন্তর হোসেন আকাশ ছাড়াতে আসলে তাকেও মারধর করা হয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তবে অভিযুক্ত সাইফুল ইসলাম সবুজ তার পিতাকে মারধরের অভিযোগটি অস্বীকার করে বলেন, তার বাবা ও বড় ভাইর স্ত্রী সন্তানরা তাদের মারধর করেছেন।

