
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমীর এবং পিরোজপুর – ৩ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক শরীফ মোঃ জলিলের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় শনিবার রাতেই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন শনিবার মাগরিবের নামাজের পর থেকে মঠবাড়িয়া পৌর শহরের মোমিনিয়া দাখিল মাদ্রাসায় জামায়াত ইসলামীর একটি কর্মী বৈঠকের কর্মসূচী চলছিল।কর্মসূচী চলা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনে নেতা কর্মীরা রাস্তায় বেড়িয়ে পড়ে।তারা স্থানীয়দের কাছে ঘটনাস্থল জানতে পেরে মাদ্রাসার নিকটবর্তী জামায়াত নেতার বাসায় ছুটে যান।এরপর থানা পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সরেজমিনে পরিদর্শন করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে মঠবাড়িয়ার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মঠবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামীর ব্যানারে রবিবার সকাল ১০টায় মঠবাড়িয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর জামায়েতের সেক্রেটারী আবুল বাসার,উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য তারেক মনোয়ার, ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
এ ঘটনায় শরীফ আব্দুল জলিল জানান,আমার কোন ব্যক্তিগত শক্র নেই।একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে উদ্দেশ্যপ্রনোধিতভাবে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে।এ ঘটনায় কাউকে যাতে অন্যায়ভাবে হয়রানি করা না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,ঘটনাস্থলে ককটেল সদৃশ কোন বস্তু পাওয়া যায়নি। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী -মাঝারি আকারের শব্দ হয়েছে এবং একটি ছেলেকে দৌড়ে যেতে দেখা গেছে।

