মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুল হালিম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, যুব উন্নয়ন অফিসার এমাদুল হক খান, সমাজ সেবা অফিসার শফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ও উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ রুহুল আমিন। পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।