শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : দরিদ্র বাবার একমাত্র ছেলে ৫ম শ্রেনীর শিক্ষার্থী ইব্রাহীম হাসান সিয়াম (১২) সহপাঠী বন্ধু আজিমকে নিয়ে বাড়ির নিকটবর্তী মাঠে ক্রিকেট খেলা শেষে সোমবার দুপুরে খালে সাঁতার কাটছিল। এক পর্যায়ে দুই বন্ধু মজার ছলে কচুরিপানার ঢুপের উপর উঠে কালভার্টের একপ্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় পূর্ণিমার জোয়ারের প্রবল স্রোতে আটকা পরে। এসময় আজিম সাতার কেটে তীরে উঠতে পারলেও মুহূর্তেই সিয়াম জোয়ারের স্রোতে কচুরিপনার মধ্যে নিখোঁজ হয়। নিখোঁজ সিয়াম উপজেলার ৭৯ নং পূর্ব ছোট মিঠাখালী (আকন বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত ৫ম শ্রেনীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নে অংশ নিয়েছে। সোমবার দুপুরে সিয়ামের নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সহ মঠবাড়িয়ার ফায়ার সার্ভিসের সদস্যরা ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালান। কিন্তু খালে প্রবল স্রোত থাকায় গত দুইদিন উদ্ধার চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে দিন মজুর বাবা মানিক হাওলাদার ও মা তাসলিমা বেগম।
জানাগেছে, মঠবাড়িয়া-বড় মাছুয়া খালের পশ্চিম মিঠাখালী ইয়াসিন খার বাড়ির জামে মসজিদ সংলগ্ন শাখা খালে সিয়াম ও তার বন্ধু আজিম দুপুর সাড়ে ১২টার দিকে ক্রিকেট খেলা শেষে খালে সাতার কাটতে যায়। এ সময় দুই বন্ধু সাতার শেষে একপর্যায়ে কচুরিপনার স্তুপ (ঢুপ) এর উপর ওঠে। এসময় বলেশ^র নদের পূর্ণিমার জোয়ারে প্রবল স্রোতে কালভার্টের নিচে চলে গেলে অপর প্রান্তে টগরের স্তুপের নিচে আটকে যায়। বন্ধু আজিম টগরের নিচ থেকে বের হতে পারলেও সিয়াম টগরের নিচে নিখোঁজ হয়ে যায়। স্কুল ছাত্র সিয়াম নিখোঁজের খবরে মূহূর্তের মধ্যে শতশত নারী-পুরুষ ওই খালের তীরে ভীর জমান। গত দই দিন ধরে খালের তীরে ছেলেকে ফিরে পেতে বাবা মানিক ও মা তাসলিমা মূছা যান। এছাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঠবাড়িয়া ফায়ার সাভিসের ষ্টেশন অফিসার মো.সোহেল আহম্মেদ জানান-গত দুই দিন ধরেই তারা নিখোঁজ স্কুল ছাত্র সিয়াকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে বরিশাল ফায়ার সাভিসের ডুবুরিরাও উদ্ধার কাজে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। অশংকা করা হচ্ছে তার সলিল সমাধি হয়েছে এবং কচুরিপনার মধ্যে অজ্ঞাত স্থানে আটকে আছে।
মঠবাড়িয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ
Leave a comment