মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মোঃ হামিদুল ইসলাম নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণ করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। রোববার দুপুরের মঠবাড়িয়া-কুমিরমারা সড়ক অবরোধ করে অভিযুক্ত আলমগীর হোসেন আকতারের বিচার দাবী করে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় ও ১৩৮নং কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাশাপাশি অবস্থিত। প্রাথমিক বিদ্যালয়ের গেইট নির্মাণকে কেন্দ্র করে আলমগীর হোসেন আকতার নামে কুমিরমারা বাজারের এক ব্যবসায়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ খবর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে বিচারের দাবীতে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাৎক্ষণিক কুমিরমারা বাজারে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে স্থানীয় সমাজসেবক মাহবুব মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম সরোয়ার, প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, অভিভাবক সদস্য নাসির উদ্দিন হাওলাদার ও শিক্ষার্থী বায়েজিদ আব্দুল্লাহ প্রমূখ।
এব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেন আকতারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণ করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

Leave a comment