শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ার পৌর শহরের ব্যবসায়ি ওসমান মীর ও আলম মীর গংদের দক্ষিণ মিঠাখালীর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লাল মিয়া মীর সহ তার ভাইদের বিরুদ্ধে। এমনকি থানা সহ বিভিন্ন দপ্তরে ব্যবসায়ি পরিবারগুলোর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানী করে আসছে বলেও জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি পরিবারগুলোর সদস্যরা।
ব্যবসায়ি ওসমান মীর জানান, মঠবাড়িয়া উপজেলাধীন জে,এল ৩৭ নং দক্ষিণ মিঠাখালী মৌজার পি এস ৬৬৯/৬৭০ ও ৬৭১ এর আর এস ৩২৬/২,৩২৭/৬ ও ৩২৬ নং যাহার এস এ ১০৯০, ১৫, ১০১০ ও ২৫৪ এর খতিয়ানের দুই একর ২০ শতাংশ জমি তার দাদা ফয়জদ্দিন মীর রেকর্ড সূত্রে মালিক। কিন্তু উক্ত জমির মধ্য থেকে একই বংশের মৃত হাতেম আলী মীরের পুত্র লাল মিয়া মীর, রুহুল আমিন, নূরুল আমিন ও হাবিব মীর দলিল মূলে ৫৪ শতাংশ দাবী করে আসলেও তারা কোন দলিল দেখাতে পারছেনা।
ব্যবসায়ির অপর ভাই ফারুক মীর জানান, লাল মিয়া মীররা দাদার প্রাপ্য জমি বিভিন্ন জনের কাছে বিক্রি করে এখন তাদের ভোগ দখলীয় জমির বেড়া ভেঙ্গে জোর পূর্বক দখলের চেষ্টা চালান। তিনি আরো জানান, এনিয়ে প্রতিপক্ষরা থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দিলে কাগজপত্র পর্যালোচনায় সালিশ ব্যবস্থায় আমরা জমির রায় পাই। কিন্তু লাল মিয়া মীররা এখন সে সালিশ ব্যবস্থা মানেন না।
এব্যাপারে লাল মিয়া মীর ব্যবসায়িদের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানীর অভিযোগ স্বীকার করলেও জমি দখল চেষ্টা ও সীমানার বেড়া ভাঙ্গার অভিযোগ অস্বীকার করে বলেন, ক্রয়সূত্রে তিনিও জমি পাবেন।
মঠবাড়িয়ায় ব্যবসায়িদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ

Leave a comment