মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়ার বিরোধকে কেন্দ্র করে মজিবর চৌধুরী নামে এক মাছ ব্যবসায়ির উপর হামলা করেছে ছগির ফরাজী নামের এক বেয়াই ও তার ছেলেরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার খেতাছিড়া গ্রামে। পরে স্থানীয়রা আহত মজিবর চৌধুরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মজিবর চৌধুরী জানান, সম্প্রতি তার বড় ভাই সত্তার মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে তিনি অতিথিদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় বেয়াই ছগির ফরাজী তাকে মাংস কম দেয়া নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। পরে এনিয়ে উভয়ের মাঝে হাতাহাতি হয়। শনিবার সকালে মজিবর চৌধুরী উপজেলার নলীর খালের উত্তর পাড়ে মাছ ক্রয়ের জন্য গেলে পূর্ব বিরোধের জের ধরে ছগির ফরাজী, তার ছেলে সোহেল ফরাজী, রুবেল ফরাজী ও আবু বকর ফরাজী হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়ায় মাংস কম দেয়ার অভিযোগে হামলা
Leave a comment