শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় কচি কাচা শিশুদের ধূমপানে আসক্ত করার অভিযোগ উঠেছে রুস্তুম আলী হাওলাদার নামে পান-সিগারেট বিক্রেতা এক দোকান মালিকের বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকার জনসাধারণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজলার হোগলপাতি গ্রামে। দোকান মালিকের বিচার দাবী জানিয়ে তানভীর তালুকদার প্রিন্স নামে ৬ বছরের এক শিশুর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হোগলপাতি নেছারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে রুস্তম আলী হাওলাদার নামে এক লোক পান-সিগারেটের ব্যবসা করেন। তার দোকানের ভিতর আলাদা একটি কক্ষে এলাকার কচি কাচ্চা শিশুদের সিগারেট ধরিয়ে টানতে দেন। এসময় বৃদ্ধ পাশে বসে শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘‘এটার নাম সিদ্দি না খাইলে বাড়েনা বুদ্ধি’’। সম্প্রতি শিশু তানভীরের ধূমপানের ভিডিও ও কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় এবং এলাকায় তোলপার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায় দোকান মালিক রুস্তম আলী হাওলাদার শিশুটিকে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছেন। হোগলপাতি গ্রামের জাফর তালুকদার জানান, তার ৮ বছরের নাতীকে ধূমপানে আসক্ত করেছেন সিগারেট বিক্রিতা রুস্তম হাওলাদার। তিনি বলেন, বিকেল বেলা বাচ্চারা রাস্তায় খেলা ধুলা করতে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু রুস্তম হাওলাদার অধিক ব্যবসার আশায় বাচ্চাদের কাছে সিগারেট বিক্রি করে তাদের বিপদগামী করছেন। এদিকে ওই শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে অভিযুক্ত রুস্তম আলী হাওলাদারের গা-ঢাকা দিয়েছেন। সরেজিমেন গিয়ে তার দোকান বন্ধ পাওয়া গেছে এমনকি বাড়িতেও তাকে পাওয়া যায়নি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রাজিব এব্যাপারে অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।