শাকিল আহমেদ, মঠবাড়িয়াঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সবুজ গাজী নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এছাড়া অলি ফরাজী নামে অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া-আমড়াগাছিয়া সড়কের টুলু জমাদ্দার বাড়ির সম্মুখ সড়কে। নিহত সবুজ উপজেলার মানিকখালী গ্রামের সৌদি প্রবাসী কবির গাজীর একমাত্র পুত্র ও ডাঃ রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এছাড়া আহত অলি, সবুজের সহপাঠী ও একই গ্রামের নুরুল আমিন ফরাজীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত সবুজ বৃহস্পতিবার সকালে তার প্রতিবেশী একই কলেজের সহপাঠী অলি ফরাজীকে সাথে নিয়ে নিজের মটরবাইক ড্রাইভ করে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওয়া দেয়। পথে মধ্যে আমড়াগাছিয়া-মঠবাড়িয়া সড়কের টুলু জমাদ্দার বাড়ি নামকস্থানে পৌঁছা মাত্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র সবুজ মারা যায় এবং সবুজের বন্ধু অলি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাজিব রায় জানান, স্থানীয় লোকজন গাড়ি দুর্ঘনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজন পথিমধ্যেই মারা যান। অপর জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তাছাড়া নিহত কলেজ ছাত্র সবুজের পরিবারের আবেদন প্রেক্ষিতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
Leave a comment