
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক সুলতান আহমেদ, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সমিতির সভাপতি মাহবুবুর রহমান রামিম, সাফা ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এ কে সাকিল আহমেদ, সাফা বন্দর ক্ষুদ্র ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন মঠবাড়িয়া সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ মজিবুর রহমান।

