মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে নিজ বাড়ির নির্মানাধীন গেটের সেন্টারিং খোলার সময় ছাদ ধ্বসে রাজু আহম্মেদ(৪০) নামে এক রাজমিস্ত্রীর কোমর থেকে দ্বিখন্ডিত হয়ে মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মনিরামপুর সদর ইউনিয়নের জালঝাড়া গ্রামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর রাজ মিস্ত্রীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সাফায়েত হোসাইন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, জালঝাড়া গ্রামের নূর ইসলামের ছেলে রাজমিস্ত্রী রাজু আহমেদ নিজ ভিটায় পাকা বাড়ি নির্মান করেন। বাড়ির সামনে বড় গেট নির্মান কাজ শুরু করেন। ইতিমধ্যে গেটের ছাদ ঢালাই দেওয়া সম্পন্ন হয়। প্রত্যক্ষদর্শী মুদি দোকানী আজিম উদ্দিন জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজু গেটের ছাদের সেন্টারিং খোলা শুরু করে। এ সময় ছাদ ধ্বসে রাজুর উপর পড়ে। এতে ছাদের রডে রাজুর কোমর দ্বিখন্ডিত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক চেষ্টার পর স্তুপের ভেতর থেকে রাজুর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এ দূর্ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনিরামপুর থানার অফিসার ইনাচর্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানানা, কোন অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়
মনিরামপুরে গেটের ছাদ ধ্বসে রাজমিস্ত্রীর দেহ দ্বিখন্ডিত
Leave a comment