মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মৎস্যঘের নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি রাজবংশি বিলে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের তবিবুর রহমান গং ১৯৬৮ সালে পাঁচাকড়ি রাজবংশী বিলের সরকারি জলাকরের পাঁচ একর ৮০ শতক জমি বন্দোবস্ত নিয়ে মৎস্যচাষ করে আসছেন। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তবিবুর রহমান ও তার লোকজন মৎস্যঘেরের চারপাশের বেড়িবাধ সংষ্কার করতে যান। কিন্তু অভিযোগ রয়েছে এ সময় পার্শবর্তি অভয়নগর উপজেলার পায়রা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদারের নেতৃত্বে তার লোকজন এসে সংস্কারে বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তবিবুর রহমান অভিযোগ করেন কথাকাটাকাটির এক পর্যায়ে ফিরোজের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে পাঁচজন আহত হয়। আহতরা হলেন তবিবুর রহমান রুমু, মনির আক্তার, মিন্টু হোসেন, ইসমাইল হোসেন ও ইকবাল হোসেন। এর মধ্যে তবিবুর রহমান ও মনির আক্তারের অবস্থার আশংকাজনক। তবে সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদার সংঘর্ষে নেতৃত্বের অভিযোগ অস্বীকার করে জানান, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেননা। তবে তিনি শুনেছেন সংঘর্ষে দুপক্ষের কয়েকজন আহত হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনিরামপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৫
Leave a comment