মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালনের আগের রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-বাড়ি পুলিশ রাতভর অভিযান চালিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে। অভিযানে পুলিশ পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বরকে আটক করে। বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সোমবার মনিরামপুরে পুলিশি বাধায় বিএনপি পালন করতে পারেনি। বরং অভিযোগ রয়েছে পুলিশ দুপুর থেকেই দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে। মোড়ে-মোড়ে পুলিশ তল্লাশি চালায়।
থানা আহ্বায়ক সাবেক পৌর মেয়র এড. শহীদ ইকবাল হোসেন অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচি পালনের আগে গত রোববার রাতভর পুলিশ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-বাড়ি অভিযান চালিয়ে তল্লাশি করে। এ সময় পুলিশ পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বরকে আটক করে। গভীর রাতে পুলিশ অভিযান চালায় মোহাম্মদ মুছা, শহীদ ইকবাল হোসেন, মফিজুর রহমান, মকবুল ইসলাম, খায়রুল ইসলাম, আব্দুল হাই, আইয়ুব আলীসহ অসংখ্য নেতাকর্মীর বাড়িতে। সোমবার সকাল থেকে পৌরশহরের বিভিন্ন মোড়ে-মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। দুপুর থেকেই পুলিশ বিএনপির দলিয় কার্যালয় মূলত: অবরুদ্ধ করে রাখে। কাউকে কার্যালয় ও তার আশপাশে ঢুকতে দেয়া হয়নি। ফলে কেন্দ্রীয় কর্মসূচি বিএনপি পালন করতে পারেনি। থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন অভিযোগ করেন, সরকার অপকর্ম ঢাকতে বিক্ষুব্ধ গণতন্ত্রকামীদের উপর পুলিশকে লেলিয়ে দিয়েছে। ফলে পুলিশ বিএনপির নিরিহ নেতাকর্মীদের গ্রেফতারসহ হয়রানি করছে। তিনি অবিলম্বে আটক বিএনপি নেতা সন্তোষ স্বরের মুক্তি দাবি করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, পুলিশ বিএনপির কোন কর্মসূচিতে বাধা প্রদান করেনি। তবে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযানের ব্যাপারে ওসি জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করেছে মাত্র।