জন্মভূমি ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে তারাকান্দা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের মধ্যে রয়েছেন পিকআপ ভ্যানটির চালক কামরুল ইসলাম (৪০)। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। এ ছাড়া মিজানুর (৫৫) ও আব্দুল কাদের (৪৫) নামে আরও দুজন নিহত হন।
পুলিশ জানায়, ভোরে তারাকান্দা হাসপাতালের সামনে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ভোরে ট্রাক-পিকআপের সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন নিহত হয়েছেন।’