বিজ্ঞপ্তি : বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, ডাঃ এস এম শামসুল আহসান মাসুম, অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু, অধ্যাপিকা রুনু রেজা, প্রফেসর ড. সোবহান মিয়া, কৃষিবিদ প্রফেসর সরোয়ার আকরাম আজিজ ও নান্টু রায়কে যুগ্ম-আহবায়ক এবং মোঃ তৌহিদুর রহমান তৌহিদকে সদস্য সচিব করে মহানগর বঙ্গবন্ধু পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট ‘খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে গত মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যাপিকা রুনু রেজা ও প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে বঙ্গবন্ধু পরিষদ মহানগর শাখার কার্যক্রম এবং স্মার্ট খুলনা গঠনে প্রত্যাশা ও করণীয় সম্পর্কে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন বঙ্গবন্ধু পরিষদ মহানগর সহ-সভাপতি অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু ও সহ-সভাপতি প্রফেসর ড. সোবহান মিয়া।
মত বিনিময়কালে মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের পর পরিকল্পিত,পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত ও স্মার্ট খুলনা গঠনে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।