বিজ্ঞপ্তি : মহান মে দিবস উদযাপন ও সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় সর্বসম্মতিক্রমে আসামি ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা শ্রম দপ্তরের উদ্যোগে ১ মে সকাল ৮টায় রূপসা মোড়ের র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণের সিদ্ধান্ত এবং মহানগর শ্রমিক লীগের উদ্যোগে ১ মে বিকাল ৩টায় শহীদ হাদিস পার্কে শ্রমিক সমাবেশ, বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১২ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়াকে ২১নং ওয়ার্ডের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লবকে ১৯নং ওয়ার্ডের এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান মুন্নাকে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই জন্য এ ৩ ওয়ার্ডে এদের পক্ষে কাজ করার জন্য শ্রমিক লীগের ৩টি প্রচার কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়। মহান মে দিবস সফল করার জন্য মহানগর শ্রমিক লীগের অন্তর্গত সকল সংগঠনকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, মাছুমা আক্তার রানী, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জাকির হোসেন বিপ্লব, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, হুমায়ুন কবির খান হিমু, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ আলমগীর মল্লিক, মোঃ জাবেদ মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, কাজী রফিকুল বারি, সঞ্জয় কর্মকার, ঝুমুর বেগম, মাজেদা বেগম, মোঃ বায়জিত সরদার, মোঃ আফজাল হোসেন চৌধুরী, মোঃ কামাল মড়ল, মোঃ হাবিবুর রহমান, মোঃ আঃ মান্নান, মোঃ এবাদ আলী শেখ, মোঃ মহরাজ, মোঃ লাভলু পাটুয়ারী, মোঃ পান্না সরদার, মোঃ তৈয়ব আলী হাওলাদার, আব্দুল হাকিম, মোঃ জাহাঙ্গীর হোসেন, বিপ্লব কুমার রায়, এড. এ বি এম এনামুল হক প্রমুখ নেতৃবৃন্দ।