মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসনের উদ্যাগে জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুথানে আহত ও শহীদদের স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহেশপুর অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সহকারী কমিশনার (ভুমি) তারিকুল ইসলাম, মহেশপুর থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম, মহেশপুর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দীক, গনঅধিকার পরিষদের সভাপতি আল শোয়াইব মিরাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য হামিদুর রহমান রানা, নাহিদ হাসান, নিয়ল খান রুদ্র, এনামুল ইসলাম, নুর আলম তরফদার হিরো, মেহেদী হাসান রকি, মামুনুর রহমান। পরে জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুথানে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।