মহেশপুর সংবাদদাতা : ধানের পাতো খোলাই পানি দিয়ে ফেরার পথে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রহিদুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠে। নিহত রহিদুল ইসলাম গাড়াবাড়ীয়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে।
প্রতিবেশীরা জানান, রোববারে রহিদুল নিজের ধানের পাতো খোলাই পানি দিয়ে ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাঠের মধ্যেই কৃষক রহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।
পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে জানাযা শেষে কৃষক রহিদুল ইসলামকে দাফন করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষে থেকে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি।