জন্মভূমি ডেস্ক : মাগুরায় শরিফুল শেখ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে একটি দোকানে এই হত্যাকাণ্ড ঘটে। হামলাকারীরা একই ইউনিয়নের অপর বিএনপি নেতা রাজা গাজীর লোক বলে জানা গেছে।
নিহত শরিফুল বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবকর শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেরইল পলিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর শেখ ও বর্তমান ইউপি সদস্য রাজা গাজীর মধ্যে দীর্ঘদিন ধিরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার দুপুরে শরিফুল শেখকে বেরইল বাজারে একটি দোকানে কুপিয়ে হত্যা করা হয়। রাজা গাজীর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে শরিফুলের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।
জানা গেছে, ২০০৮ সালে আকবর শেখের লোকজন রাজা গাজীর লোকজনের ওপর হামলা চালিয়ে বেশ কজনকে আহত করেছিলেন। সেই থেকে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
Leave a comment