মাগুরা সদর উপজেলার ৭নং মঘী ইউনিয়নের কাপাসহাটী বাজার সংলগ্ন ফটকি নদীতে গতকাল শুক্রবার শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে কয়রার মহেশ্বরীপুরের ‘সুন্দরবন টাইগার্স’ চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় হয়েছে মাগুরার জলপরী।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এবং আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। কাপাসহাটী শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ আয়োজক কমিটির সভাপতি মোঃ ইকরাম হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, জেলা প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কয়রার মহেশ্বরীপুরের সুন্দরবন টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ায় মোটরসাইকেল পুরষ্কার পেয়েছে। ২য় স্থান মাগুরার জলপরী পেয়েছে ফ্রীজ। খবর বিজ্ঞপ্তির।