রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে বেশ কয়েকটি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন। ওসি মুহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগীতায় উপজেলার এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে ওই সকল মলামাল উদ্ধার করা হয়। তবে স্থানীয় আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি করার লক্ষ্যে এবং সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও বোমা মজুদ করে রেখেছিলেন এনায়েতনগর এলাকার কিছু মাদক ব্যবসায়ীরা। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে ওই এলাকায় কাজী ও সরদারদের দুই পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জের ধরে খালেকের হাট বাজারে বোমা হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ টি রামদা ও ৮ টি হাত বোমাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এতে করে সাধারন জনগনের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে অপরাধীদের গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি বলেন, এনায়েতনগর এলাকার মেছের সরদারের ছেলে মিরাজ সরদার ও একই এলাকার আনেচ সরদারের ছেলে শহীদুল সরদার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এবং আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি করার লক্ষ্যে ও সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও বোমা মজুদ করে রেখেছিলেন। তাই আমরা তাদের গ্রেফতারের জোর দাবী যানাই।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায় নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমিসহ সঙ্গীয় ফোর্সনিয়ে সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে বেশ কিছু বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এবং অপরাধীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে কোন অপরাধী পার পাবে না।
মাদারীপুরের কালকিনিতে বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার
Leave a comment