রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর : মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া খাড়াকান্দি এলাকায় বিএনপির দু পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে হিরু মাতুব্বর(৩৫) নামে এক রাজমিস্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি বিএনপি নেতা ড. শাহাদাত হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। এ পর্যন্ত ৩৫ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। ফরাজি গোষ্ঠী স্থানীয় আরেক বিএনপি নেতা ড. মো.শাহাদাত হোসেনের সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে ১১ নভেম্বর দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবার সংঘর্ষে জড়ান দুই পক্ষ। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ছয়জন। এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাঁকে একা পেয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতে শিবচর থানায় নিহতের বাবা এসকেন্দার মাতুব্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৬৫ জনকে এজাহারভুক্ত ও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
হত্যাকান্ডের প্রায় ৯ দিন পর গত বুধবার রাতে মামলার প্রধান আসামি ড.শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার শিবচর থানায় হস্তান্তর করা হয় । তাকে আদালতে প্রেরনের পর ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে৷ ঢাকার খিলখেত এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন জানান,’গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে৷ এ পর্যন্ত ৩৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।