মাদারীপুর অফিস : সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের ত্রান ভান্ডারে ৪০০টি শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেছে দেশের স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান আশা।
বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিষ্টেট মোছা: ইয়াসমিন আক্তার এর নিকট আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশা-মাদারীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ সোহেল আহমেদ, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ এমদাদ হোসেন,সাপোর্ট ইন্জিনিয়ার, ব্রাঞ্চ ম্যানেজার গৌতম দাস ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এসময় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য আশার এ মানবিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আশার সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংস্থাটির মাদারীপুর জেলা ম্যানেজার শেখ সোহেল আহমেদ জানান,দরিদ্র ও শীতার্ত মানুষদের কথা ভেবে অন্যান্য বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশে জেলার দরিদ্র মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪০০ কম্বল প্রদানকরা হলো।