মাদারীপুর অফিস : মাদারীপুরের রাজৈরে সরকারি খাল ভরাট করে প্রস্তাবিত একটি মসজিদ নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাঁধা ও খালের বালু বিক্রি করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা মুসুল্লীরা।
সোমবার বিকেলে রাজৈরের হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের মহেন্দ্রদি গ্রামে মসজিদ নির্মাণের পক্ষের লোকজন এই মানববন্ধন পালন করে।
মানববন্ধন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার ২৩নং মহেন্দ্রদি মৌজার বিআরএস ১১৫০ নং দাগের মৃত সিরাজুল হক মুন্সির ছেলে ছাইয়াদুল মুন্সির মালিকাধীন ৪ শতাংশ জমি এক লাখ সত্তর হাজার টাকায় ক্রয় করেন হরিদাসদি মাতুব্বর বাড়ি (প্রস্তাবিত) মসজিদের সভাপতি আব্দুল কুদ্দুস মাতুব্বর। মাদারীপুরের রাজৈরর সাব-রেজিস্টার অফিসে ওই ৪ শতাংশ জমি ১৯৩৭নং দলিল মূলে গত চলতি বছরের ১৪ এপ্রিল রেজিষ্ট্রি হয়। এরপর জমিতে বালু ভরাট করেন স্থানীয় মুসল্লিরা। কিন্তু নির্ধারিত জমির সড়কের পাশের অংশে খাল থাকায় প্রস্তাবিত নব নির্মিত মসজিদ কমিটির লোকজন খালসহ ক্রয় করা ৪ শতাংশ বালু দ্বারা ভরাট করে ফেলে। পরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভরাট করা খালের বালু ভেকু মেশিন দিয়ে তুলে নেয়। এবং তুলে ফেলা বালু অন্যত্র বিক্রি করে বলে অভিযোগ করেন মসজিদ সংশ্লিষ্ট মুসুল্লীরা। ইউপি চেয়ারম্যানের এই কর্মকান্ডের প্রতিবাদে সোমবার বিকেলে প্রস্তাবিত মসজিদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। বালু বিক্রি বন্ধের পাশাপাশি এই ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বিচার দাবি করেন তারা। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রেজাউল করিমের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মুসল্লি আব্দুল সামাদ মাতুব্বর, আসাদুল মাতুব্বর, আব্দুল কুদ্দুস মাতুব্বরসহ অনেকেই।
এ ব্যাপারে রাজৈর উপজেলা ভুমি সহকারি কমিশনার তাসফিক সিবগাত উল্লাহ বলেন, স্থানীয় তহলিশদারের মাধ্যমে বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাদারীপুরে খাল ভরাট ও বালু বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Leave a comment