মাদারীপুর অফিস : মাদারীপুরে সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ পাশের আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এক গৃহস্থের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ চার লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। অন্য গৃহস্থ জানিয়েছেন, ডাকাতরা মোবাইল ফোন লুট করার পর প্রতিবেশীরা টের পেলে ডাকাতরা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার হাজী মো. শাহজাহান মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার থেকে জানা গেছে, মাঝরাতে ৮-১০ জনের একদল ডাকাত দোতলা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণসহ অন্য মালামাল লুট করে। এরপর ওই বাড়ির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করে ডাকতরা। একইভাবে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মুখোশধারী ডাকাতরা পালিয়ে যায়।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুরে দুর্ধর্ষ ডাকাতি: টাকা স্বর্ণালঙ্কার লুট
Leave a comment